Jhoom (ঝুম) Song Lyrics/ Minar Rahman
Jhoom (ঝুম) Song Lyrics/ Minar Rahman
Album : Dur Theke Artist : Minar Rahman Lyrics : Minar Rahman Composition : Minar Rahman Tune : Minar Rahman Guitar : Shaikh Salekin Music Arrangement : Sajid Sarker Label : Gaanchill Music Starring : Minar, Mousum and Ashfaq Rana Director : Taneem Rahman Angshu
Jhoom Song Lyrics
ঝুম
রেরে রারে রারি রেরে
ঝুম
রেরে রারে রারি রেরে
ঝুম
রেরে রারে রারি রেরে
ঝুম
রেরে রারে রারি রেরে
ঝুম
রেরে রারে রারি রেরে
ঝুম
রেরে রারে রারি রেরে
তুমি আমায় ডেকেছিলে
এক মেঘে ঢাকা দিনে
কেন আমি দেইনি সাড়া
আমার চোখে আকাশ দেখে
তুমি বলেছিলে কিছু
বুঝিনি কেন সেই ইশারা
এখন আমি অন্য আমি হয়ে
ছুটে চলি তোমারই শহরে
হারিয়ে চোখের যত ঘুম
ঝুম
উড়ে উড়ে দূরে দূরে
ঝুম
মেঘে মেঘে ডানা মেলে
ঝুম
ঘুরে ঘুরে তারে ডাকি
ঝুম
উড়ে উড়ে খুঁড়ে খুঁড়ে
ঝুম
মেঘে মেঘে ডানা মেলে
ঝুম
ঘুরে ঘুরে তারেই খুঁজি
আলো আঁধারির এ মায়ায়
এই অবেলায়, মন যে হারায়
চেনা অচেনা কত পথ
হঠাৎ কেনো থমকে দাঁড়ায়
ঝুম
উড়ে উড়ে দূরে দূরে
ঝুম
মেঘে মেঘে ডানা মেলে
ঝুম
ঘুরে ঘুরে তারে ডাকি
ঝুম
উড়ে উড়ে খুঁড়ে খুঁড়ে
ঝুম
মেঘে মেঘে ডানা মেলে
ঝুম
ঘুরে ঘুরে তারেই খুঁজি
তোমার আমার ফেলে আসা যত
রঙিন মলিন স্মৃতি
লুকিয়ে অবুঝ ঠিকানায়
অচিন মনের অচিন কোনও কোণে
বন্দী আজও আমি
ভুল সে পথের সীমানায়
এখন আমি অন্য আমি হয়ে
ছুটে চলি তোমারই শহরে
হারিয়ে চোখের যত ঘুম
ঝুম
উড়ে উড়ে দূরে দূরে
ঝুম
মেঘে মেঘে ডানা মেলে
ঝুম
ঘুরে ঘুরে তারে ডাকি
ঝুম
উড়ে উড়ে খুঁড়ে খুঁড়ে
ঝুম
মেঘে মেঘে ডানা মেলে
ঝুম
দূরে দূরে তারে খুঁজি
Jhoom Song Lyrics
Tumi amay dekechile ek meghe dhaka dine
Keno ami dei ni shara
Amar chokhe akash dekhe tumi bolechile kichu
Bujhini keno sei ishara
Ekhon ami onno ami hoye
Chute choli tomari sohore
Hariye chokher joto ghum..
Jhoom, ure ure dure dure
Jhoom, meghe meghe dana mele
Jhoom, ghure ghure tare daaki..
Jhoom, ure ure ghure ghure
Jhoom, meghe meghe dana mele
Jhoom, dure dure tarei khuji..
Aalo adharir mayay, ei obelay
Mon je haray.. chena ochena koto poth
Hotath keno thomke daray..
Uhh.. Uhh.. Uhh..
Tomar amar fele asha joto rongin molin smriti
Lukiye obujh thikanay
Ochin moner ochin kono kone bondi aajo aami
Bhul se pother shimanay
Ekhon ami onno ami hoye
Chute choli tomari shohore
Hariye chokhe joto ghum..
Post a Comment